আমাদের অভ্যস্ত বসবাসের জীবনে একটি উৎসব অন্ধকার ভেঙ্গে ভেঙ্গে আলোর দিকে হেঁটে যায়; এক স্বপ্ন সম্ভার ভোরের আলো ফিরে আসা ঋতুরা সব নড়ে চড়ে বসে শব্দহীন যন্ত্রণা খুঁজে পায় নতুন রূপ।
এখনো কৃত্রিম আলোকমালার নীচে আমরা আলোকিত হই এক পশলা বৃষ্টির মতো ভেসে আসে পরিচিত মুখের আদল; শতবছরের দিনরাত নিয়ে যারা তেজী ঘোড়সওয়ারের মতো সরে যাচ্ছে অনেক অনেক দূর।
তবু আমরা আলো চাই কাম কলুষিত অর্ধনগ্ন শরীর নিয়ে পৃথিবী যেমন চলে যায় ধূলো উড়িয়ে পথে; তারিপর সূর্যসুখ।
আমাদের জীবনেও নেমে আসুক মেঘ কিংবা বৃষ্টি অনেক ভালোবাসার পর আসুক ক্লান্তি ঘুম - কোথাও হৃদয় লঙ্ঘন হলে নিজের খুঁজে বেড়াবো।