পথে
পথে যার সাথে রোজ দেখা হয়
তাকে কোনোদিন বাড়িতে আসতে বলি নি
পথের পরিচয়েই চেনা
স্মৃতিপথে
দীর্ঘতর হয় হাসনুহানার গন্ধ
বাড়ি ফিরে
ধুলো ময়লা ঝেড়ে একটা স্বচ্ছ আয়নায় ঝাপসা ছবিতে
বিকেল ফিরে ফিরে আসে..
অসুখ
অসুখ করেছে ওষুধ খাও
কেনো মিছে আশ্রয় আশ্রয় করো..
জানো না!
হাত গুলো পাণ্ডুর, ভীষণ শীতল ,
তাদের ছুঁয়ে ছুঁয়ে
পৃথিবীর সব উষ্ণতা
ফিরে গেছে নিশ্চিতির পথে...
তুমিই কেবল অভিমানী হলে !
জানো না অভিমান আর উপেক্ষার সূর্যশোকে অন্ধ এ পৃথিবী..
শব্দ ব্রহ্ম
আমি আমার বাবাকে অনেক লিখতে দেখেছি
দিনে দুপুরে গভীর রাতে
উদাস চাহনি তাঁর
শব্দ খুঁজে বেড়াতো
যে শব্দে লেখা যেতো
ভেঙ্গে পড়া জীবন
আর গড়ে তোলা বাড়ির কথা
শব্দ ও ব্রহ্ম
নিরন্তর নীরব
আমার বাবার মতই
লিখে চলেছে কবিতায়
গোটা জীবন
চা দেবো কী!
চা দেবো কী!
আরেকটা মাছ নিন না..
বাড়িতে কেউ নেই?
নাহ
যেতে পারো
সম্পর্কের মাত্রা খুঁজছেন !
ঠিক কতটা দুরত্ব চাই
ভালোবাসা আর না বাসার মধ্যে
দুরূহ
স্বাতীলেখা রায়
সবকিছুই তো সহজ নয়
নিয়ম অনিয়মের ধারাপাত
মাটির অঙ্কুরিত বীজ
জলের স্বাভাবিক গতি
হওয়ার ভেতরের আনাগোনা
সব সহজের মুখোমুখি
দুরূহ মন