আমাদের মতো মানুষ হলে সংসার ন'হাতি কাপড়। চেষ্টা চলে এদিক থেকে ওদিক টানা। তাতে কি যায় ঢাকা। চাঁদের লক্ষ্যে পূর্ণগ্রাস আহামরি চাঁদ হয় কি দেখা। চাঁদের ডুবে যাওয়াই থাকে। অস্বচ্ছ জীবন যাপন চিত্রে ফিরে আসে নকল সোনার চোরা টান। মানুষগুলো লক্ষ্মীর ঝাঁপির টানে কখনও নুয়ে পড়ে চলে নিয়ত রক্তক্ষরণ। অন্তর্গত সময়ে কাঁদে না। জমানো ক্ষোভ কখন যে বহতা নদী থেকে বন্যা হয় সময়ের অপেক্ষা।