হাবীবুল্লাহ সিরাজীর তিনটি কবিতা
হাবীবুল্লাহ সিরাজীর তিনটি কবিতা

একটি অসম্পূর্ণ ম্যাজিক

অন্ধকার না বুঝেই ঝাঁপ দিয়েছিলো বিড়াল খাদও কিছু সামলানোর না পেয়ে পাতে বুক হিশেব না পেয়ে মধ্যবর্তী অংশ হারিয়ে ফেললে সময় যে ব্যাপারটি কিংবা বিষয়গুলো প্রস্তুত হয় নতুবা ঘটতে পারে তার কোনো বর্তমান থাকতে নেই …

বিড়ালটি বিদেয় করা হ’লেও বুকে আঁচড় কেটেছিলো খাদটির গভীরতা নিয়ে কেবল মৃত্যুর আন্দাজ পাওয়া যেতে পারতো বিষয় হলো বাড়তি একটি সমীকরণ এবং বর্তমান, সময়ের সঙ্গে লেগে থাকা বাহানা মিশতে-মিশতে হারিয়ে যায় …

বিড়াল শূন্য, খাদ শূন্য, সময় শূন্য, বিষয় শূন্য আর বর্তমানকে মহাশূন্য ধ’রে নিলে আকাঙ্ক্ষার ভেতর ফুটতে থাকে দানাবীজ একটি অসম্পূর্ণ ম্যাজিক।

সালাদ

চিৎ হ’য়ে আছে এক পৃথিবীর দেহ ঘন নীল কাচের টেবিলে

ছুরি দিয়ে ছাঁটা শেষে ঊর্ধ্ব আর অধ খণ্ড ক’রে রাখা হ’লো টমেটোর পেট এশিয়া আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ যত্ন আর ধৈর্য নিয়ে গাজরের ফালি থিতু হয় প্রশান্ত অতলান্তিক শেষে ভারত মহাসাগর ভিসুভিয়াস জানান দিলে শশা তার বুক খুলে দেয় লেবু ও নুনের ছিটা হিমালয় ছুঁয়ে আন্দিস আল্প্সে নামে চিরে ফেলা ঝাললংকা সাহারা সাইবেরিয়া মেখে আঙুলে-আঙুলে ধরে সৌরীয় সমন

যতো শান্তি হাপুস-হুপুস যতো যুদ্ধ মচামচ জিহ্বার ডগায় ঝরে জল ক্ষুধা ঝমাঝম

সালাদে প্রস্তুত হ’চ্ছে পৃথিবীর স্বাদ

ভয় ও মৃত্যু

ভয় সামনে এলে উল্টে যায় চিত্রফল জলের বিলাস থেকে রৌদ্রের সাহস সে সরল হ’তে পারে অথবা সবল তাকে অতিক্রম করে খাটো তীব্র ফ্রেম ফিরিস্তির কোনো অংশ বুঝি সত্য মৃত্যু

ভয় যদি নদী ও অন্ধকারের ঝুল কিংবা কোনো নির্ধারিত যাত্রায় বদল বালিঘড়ির ওপাশে পুষ্প কিংবা ফেনা গিঁট ছুঁয়ে কোনো মুগ্ধ বুঝি মিথ্যা মৃত্যু

ভয় যদি আজ তবে মৃত্যুর আগামী খুলে দেয় অন্ধ সম্মোহন মেলে দেয় নগ্ন বিবেচনা ফের দগ্ধ ফের মাটি পুনরায় নবীন সূচনা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান