বাঘের পেটের মধ্যে
তুমি পোকাটিকে গিলে ফেলো;
আমি সানন্দে তোমাকে খাই।
ঝোপের ভেতর থেকে বাঘ
এসে আমাকে তখন খায়;
হাড় ভাঙার বিকট শব্দে
ভিত সন্ত্রস্ত মানুষ দৌড়ে
পালাবার আগে সঙ্গম করতে ভুলে যায়।
গর্তে ঢোকে বাঘ।
একটি ইঁদুর এসে সামনে দাঁড়ায়।
বাঘ বলে, আমার গলার হাড়
তোমাকে তুলতে আমি দেবো না কিছুতে।
তুমি উপকারী তা সবাই জানে।
কিন্তু ইঁদুর সাহস করে এগিয়ে আসতে
থাকে। তখন ইঁদুর-বাঘে
খেলা শুরু হয়। আমরা বাঘের
পেটে বসে উপভোগ করি।
বাঘ ইঁদুরকে ধরে দূরে ছুঁড়ে মারে,
তারপর নাক ডেকে ঘুম দেয়।
বাঘের পেটের মধ্যে
আমরাও তখন ঘুমাই।
মাথামুক্ত দিন
মাথাগুলো আস্তে আস্তে পায়ে নেমে যায়।
আমরা মাথাকে পায়ে পরে হাঁটি।
বৃষ্টি বাদলায় পানি কাদা লেগে
মাথা জুতোর মতন
নষ্ট হতে থাকে; আমাদের
মাথাগুলো জুতো, কারো করো
স্যান্ডেল হয়েও যথোপযুক্ত আনন্দ দিতে
রীতিমত ব্যর্থ হলে,
আমরা ওদের দরজায় খুলে রেখে
ঘরে ঢুকি দ্রৌপদীর স্বামীর মতন।
মাঝে মাঝে কুকুর ওগুলো
নিয়ে যায়, বিড়ালের সাথে ফুটবল খেলে।
রাতে মাথাহীন বিছানায় শুয়ে শুয়ে
অজান্তেই আজকাল
কুকুর ও বিড়ালের সুখের কারণ হয়ে উঠি।
সকালে আবার মাথাগুলো
গড়িয়ে গড়িয়ে দরজার কাছে এলে
আমরা ওদের পায়ে লাগিয়ে বেরিয়ে পড়ি।
আরেকটি মাথামুক্ত দিন
হাত নেড়ে স্বাগত জানায়।