হোসনেয়ারা শেলীর দুটি কবিতা
হোসনেয়ারা শেলীর দুটি কবিতা

সে এক দিন ছিল


বটতলার হাট থেকে ---
পঞ্চাশ পয়সার লজেন্স আর খাওয়া হয়না।
পাল পাড়ায় এক টাকায় ---
অনেক গুলো মাটির পুতুল কেনা যেত
স্কুল ফাঁকি দিয়ে- পুতুলের বিয়ে,
হেড স্যারের চোখ ফাঁকি দিয়ে --
কাঁটাতারের বেঁড়া পার হয়ে ভোদৌঁড়;
সে এক সময় ছিল,
ক্রিকেটার লাবু ভাই রোজ সকালে
দাঁতে রোদ দিয়ে রাস্তায় কেন দাঁড়াতো
সে কী আর বুঝতাম না,
লোডশেডিং মানে উঠানে মাদুর পেতে
গল্প - আড্ডা - হৈ চৈ...
মাটির বানানো শহীদ মিনারে
সূর্য উঠার আগেই যেনো ফুল দেবার ধুম।
বিনোদন বিচিত্রা মা যতই লুকিয়ে রাখুক,
দুপুরে আলমারি খুলে গোপনে পড়ার মজা যেন
ডানপিটে জীবনে ভরপুর বিনোদন।
সত্যি সে এক দিন ছিল।
স্বর্ণের দামে পিতল কিনি রোজ
ভালবাসার দামে আর কিছু কেনা হয় না...



ভোরের অপেক্ষা


সোনালী ধানী রঙে স্বপ্ন আঁকি চোখে
হেমন্তের খামে শীতের চিঠি,
কচুরীপানার বিল শুকালে
শরষে ফুলে মৌমাছিদের আনাগোনা।
রাতের গায়ে জ্বর
চাদর মুড়ে থার্মোমিটারে পারদ গলে।
একটা ঝকঝকে সূর্যের অপেক্ষা,
দূর মসজিদে আযানের ধ্বনি
আস্ সালাতু খায়রুম মিনান নাউম


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান