একটি প্রেম বা বিরহের কবিতা - আবুল হাসনাত
শুধু একদিনের জন্যও
দূরে যেতে দেব না তোমায়!
তখন দিনটা হবে হাজারটা দিন!
স্টেশনে অপেক্ষায় একা;
ট্রেনগুলো তখন অন্য কোথাও, ঘুমন্ত।
দূরে চলে যাবে না তুমি
কেবল একঘন্টার জন্যও নয়!
তখন ছোট ছোট কষ্টগুলোও
অনেক দীর্ঘ হয়ে যাবে!
ধোঁয়া যেমন বন্ধ ঘরে পথ খুঁজে
তেমনি ভগ্ন হৃদয় খুঁজবে তোমায়।
ছেড়ে তুমি যেও না কোথাও
এমন কি সেকেন্ডের জন্যও!
তুমি তখন হারাবে সুদূরে
পৃথিবীর সব পথ হেঁটেও
পাওয়া যাবে না তোমাকে।
অথচ দেখ
সেকেন্ড, ঘন্টা কিংবা দিন নয়
হাজার বছর তুমি চলে গেছ দূরে!
"আকাশগঙ্গা" পেরিয়ে "এন্ড্রোমিডা"য়;
যেন তুমি "কৃষ্ণবিবর"
শুষে নিতে চাও সমস্ত প্রেম ও বিরহ
একাকী মৃত্যুই যার শেষ পরিনতি?