দুঃখের আয়নায় আমি এত বড় যে খোদাকে দেখা যায় না মৃত্যু আমাকে বাঁচিয়ে রেখেছে দেহ থেকে আত্মা চলে গেলেও নাম থাকে কবরে আমি খোদাকে রেখে এসেছি খোদা এখন আমাকে ডাকে অন্ধকারে এত দুর্গন্ধ, আলোতে এত পাপ কোথায় আর যাই চোখ ফেলে জীবনে গেলে দুঃখেরা হয়ে যায় অভিশাপ মরণে গেলে ফেরেশতারা হয়ে যায় সাপ এ জীবন যদি বেঁচে যায়, আমার কি এ জীবন যদি মরে যায়, আমার কি সকাল হয়ে গেলে চোখ খুলে যায়, না খুললেই কি হত সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরি, না ফিরলেই কি হত
কোথায় আর যাই চোখ ফেলে রাত হয়ে যায় তবু দিনের শোক যায় না এমন এক সফরে নেমেছে জীবন পায়ের বদলে ব্যথা হয়ে গেছে মন নিজেকে ভেঙে দেখেছি অনেক তাকে ভেতর থেকে বের করতে পারিনি