মনে করো, আমার প্রত্যাবর্তনের পথে ফুটে আছে কৃষ্ণচূড়া আর জারুল।
মনে করো, পথের আশেপাশে জলাশয়-- তাতে বাতাসের খুনসুটি।
মনে করো, আমি মুখে মৃদু হাসি নিয়ে ফিরে যাচ্ছি ঘরে--
ঘর-- আকাশ যার ছাদ, আর দেয়াল-- দিগন্ত।
মনে করো, ঝরাপাতার মতো পেছনে গড়াগাড়ি খাচ্ছে কান্নার স্বর,
যেন আবহসঙ্গীত।
মনে করো, লেবুফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে।
মনে কর, অন্যের জমি চাষ করে নিজের ভাঁড়ারের দিকে তাকিয়ে আছে
ভূমিহীন কৃষক। দৃশ্য নয়, যেন দীর্ঘশ্বাস।
মনে করো, বুকের ভেতরে ঢুকে গেছে একটি গণিত-- যোগ-বিয়োগ
গুণ বা ভাগ-- ফল একই।
মনে করো, পাখি ডাকছে প্রবল বৃষ্টিপাতের ভেতর।
মনে করো, জোছনা দখল করে নিচ্ছে দিনের সমস্ত সম্বল
মনে করো, গর্ভদেশে স্পন্দমান নতুন প্রাণ--
মনে কর, ষড়েন্দ্রিয়ের কিছু ভোজ সম্পন্ন করে আমি ফিরে যাচ্ছি।