বিজয় দিবস - শাবলু শাহাবউদ্দিন 
বিজয় দিবস - শাবলু শাহাবউদ্দিন 

সেই দিন কেমন ছিল এই বাংলার আকাশ 
রক্তিম লাল বর্ণে কৃষ্ণপদ শ্বাস রুদ্ধে ছিল কী বাংলার বাতাস
নাকি মেহনতি মানুষের অধিকার আদায়ে জয়ী উল্লাস 
নাকি অনুপ্রেরণার অক্টোপাস ছিল বাংলার বিজয় দিবস ?

কাক ডাকা দুপুরে জননীর সন্তান হারা আহাকার 
কৃষকের নিরীহ দেহ ঝুলন্ত চামচিকা বিদ্যুৎ স্পর্শ পায়
নব বধূর লজ্জায় গড়া সম্পদ হারানো বিলাপ
কী হয়েছে লাভ, কী হয়েছে লাভ, এটিই কি বিজয়ী উল্লাস ?

হারিয়েছে ধন, হারিয়েছে মন, হারিয়েছে ভূত ভবিষ্যৎ 
জনতার চোখের জল, আনিয়াছে শক্তি বল
ওরে মুক্তির দল, নাই তাদের চোখে জল 
শুধু একটাই কথা , চাই স্বাধীনতা, ওহ্ বিজয় উল্লাস ।

আজকে এই দিন উপলক্ষে একটি কথার ঋণ
স্মরণ করে দেয় বাঙালির সংগ্রামী জীবন হবে না বিলীন 
বিজয় দিবস গাই বিজয়ের গান, 
ষোলোই ডিসেম্বর হল বাঙালির সংগ্রামী প্রাণ ।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান