সুপ্ত শিকারী - আব্দুল্লাহ হক
সুপ্ত শিকারী - আব্দুল্লাহ হক
ক'রো না মাখামাখি এতটা নিবিড়
নৈকট্য লাভ দূরের সৌন্দর্য বিনষ্টির কারণ
দৃশ্যমান হয় কদর্য রূপ ,
গা-ঘেঁষা কাছে এলে চঞ্চল হয় মন,
আরো মিশে গেলে পাবে নাড়িছেঁড়া ধন,
অন্ধকার ভালোবেসে চোখ খুলো,
মুগ্ধতায় নেবে উদগ্র কামনার ঘ্রাণ,
শিরা-উপশিরায় রক্তের জোয়ার
আদিমতায় ঘটায় সৃষ্টিযজ্ঞ
চন্দ্র তিথি বোঝ নাকি ! শৌর্যবান বসাবে ভাগ,
নিষিক্ত করবে বৃষ্টিস্নাত রাত
চিরন্তন কামনার ধন ,
আমার বড়ো ক্লান্তি, প্রলুব্ধ করে মায়াবী হাতছানি
জেগে যাবে সুপ্ত শিকারী, হানবে আঘাত
মেটাতে মনের সাধ, জীবনের আস্বাদ ।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান