আয়েশা মুন্নি এর কবিতা
 আয়েশা মুন্নি এর কবিতা
ক্ষুদ্রতম একক
           

আমাদের কি কোন সুখকর স্মৃতি নেই,
এক টুকরো  আলতো হাসির অতীত? 
কিংবা 
দু'চোখের...
না বলা শব্দের... 
ভালোবাসি বাক্য?
হাতে হাত রেখে সমুদ্র তীরে  
হেঁটে যাওয়া সেই পঙ্কিল স্মৃতি 
চুমুর নেশা লাগা উত্তাল যৌবন।
দূরে থাকা সময়ের অসহ্য যন্ত্রণা। 
আজ আর কিছু অবশিষ্ট নেই !
তুমি আমি একত্রে থেকেও 
আলাদা হয়েছে গৃহ বৃত্তের জীবন।
কেন এ বিভাজন... 
কেন অনুরাগ বিয়োজন... 
তোমার অর্থ বিত্ত প্রাচুর্যে 
কেন আমি ক্ষুদ্রতম একক?
তবুও আমি পাশে আছি 
তোমার আত্মজ আমানত আমার ব'লে।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান