মোড়ক উন্মোচন ছবি
স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলায় অনুপ্রাণন প্রকাশনী থেকে কবি ও সাংবাদিক সালাহউদ্দিন সালমান এর প্রকাশিত কাব্যগ্রন্থ "কবিতা বুক ব্যান্ডেজ করে" বইটির মোড়ক উন্মোচন হয়ে গেলো শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগস্থ কাঁটাবনের 'কবিতা ক্যাফে' অডিটরিয়ামে।
উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য কবি সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতিতে ত্রৈমাসিক সাহিত্য দিগন্তের প্রধান সম্পাদক কবি ফরিদুজ্জামানের সভাপতিত্বে "কবিতা বুক ব্যান্ডেজ করে " বইএর মোড়ক উন্মোচন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বরেণ্য কবি আলমগীর রেজা চৌধুরী,কবি সৈয়দ আল ফারুক,কবি জুয়েল মাজহার,কবি ও বাচিকশিল্পী এবং উপ-পরিচালক, বাংলা একাডেমি ড. শাহদাৎ হোসেন নিপু‚শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ,কবি আতিয়ার রহমান,কবি কানাই সরকার‚ প্রাবন্ধিক ড. শামস আলদীন‚ ড. তপন বাগচী‚ ড. শোয়াইব জিবরান‚ দীপু মাহমুদ‚ আশরাফুল মোসাদ্দেক‚ হুমায়ূন কবীর ঢালী সহ অসংখ্য কবি সাহিত্যিক ও গুনীজন।
অনুষ্ঠানটির প্রথমেই জনপ্রিয় ব্যান্ড শিল্পী পাপী মনা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন‚পরে কবিতা আবৃতি করেন দেশের জনপ্রিয় কবি ও বাচিকশিল্পীগণ।সালাহউদ্দিন সালমানের বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ "কবিতা বুক ব্যান্ডেজ করে" বইটি নিয়ে আলোচনা ও তার গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন বরেণ্য কবি সাহিত্যিকগণ।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি গ্রন্থন,পরিকল্পনা ও পরিচালনা করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী।