ষাট দশকের প্রয়াত শক্তিমান কবি ওমর আলীর ৮১ জন্মদিন এবং কবি ইদ্রিস আলী সম্পাদিত ছোটকাগজ 'ফোল্ডার 'প্রকাশনার ৪০ বছর উপলক্ষে আজ সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজন করা হয় 'কবি ওমর আলী গুণিজন সংবর্ধনা 'অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সংবর্ধনা এবং সম্মাননা পদক প্রদানের পাশাপাশি কবি ওমর আলীর কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবির কবিতা থেকে আবৃত্তি এবং স্বরচিত কবিতা পাঠের পর্ব সন্নিবেশিত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত এবং সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন কবি আবুল কাসেম, কবি সুমন শামস ও কবি মেহেদী ইকবাল ।
অনুষ্ঠানের সম্মাননা নিয়ে কবি মেহেদী ইকবাল বলেন-
পদক দিয়ে কখনোই কবি বা লেখকের মূল্যায়ন হয় না। পাঠক এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসা অতীব মূল্যবান। কবি ওমর আলীর নামে এই সম্মাননা পদক আমি আয়োজকদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করলাম। এমন একটি সুন্দর, আনন্দঘন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজক কবি ইদ্রিস আলী এবং 'ফোল্ডার 'পরিবারের সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানে কবি পরিবারের সদস্যদের উপস্থিতি (দুই ছেলে, মেয়ে, মেয়ে জামাই, নাতনী) এবং তাঁদের সাথে সৌজন্য বিনিময় মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য, 'এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি 'কাব্যগ্রন্থ খ্যাত কবি ওমর
আলী পাবনা জেলার কৃতি সন্তান। তিনি ১৯৮১ সালে কবিতায় বাংলা একাডেমী
পুরুস্কার এবং ২০১৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে একুশে পদক (মরণোত্তর) লাভ
করেন।
তারিখ :২০/১০/২০১৯
স্থান :ভিআইপি মিলনায়তন, প্রেসক্লাব, পাবনা।