'জামালপুর কর্নার' নামে একটি স্বতন্ত্র সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ
'জামালপুর কর্নার' নামে একটি  স্বতন্ত্র সংগ্রহশালা  প্রতিষ্ঠার উদ্যোগ

ছবি : প্রতীকী


আরিফুল ইসলাম : : জামালপুর জেলার সরকারি আশেক মাহমুদ কলেজ 'জামালপুর কর্নার' নামে একটি স্বতন্ত্র সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন কলেজটির  অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী

জামালপুরের লেখক, সাহিত্যিকদের লেখা বই, জামালপুর থেকে প্রকাশিত বই কিংবা জামালপুর সম্পর্কিত বই এই জামালপুর কর্নারে স্থান পাবে । এ বিষয়ে   জামালপুরের লেখকদের দৃষ্টি আকৃষ্ট করতে বলেছেন তার নিজস্ব ফেসবুক টাইমলাইনে ।

 আগামী ১৮-২১শে ফেব্রুয়ারি, ২০১৯  ভাষার মাস উপলক্ষে  অত্র কলেজে অনুষ্ঠিত হচ্ছে একুশের আয়োজনে । 

তিনি আরও লিখেছেন 'জামালপুর কর্নার' এ কেবলমাত্র  জামালপুরের লেখক, সাহিত্যিকদের বই প্রদর্শিত হবে।

কলেজটির  অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী   লেখকদের প্রতি অনুরোধ রাখেন যে. প্রকাশিত  বইয়ের একটি করে কপি কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে  দেবার ।

সত্যি অসাধারণ একটি উদ্যোগ ।  সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে মুজাহিদ বিল্লাহ ফারুকী স্যারকে সাধুবাদ জানাই । 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান