'নদী বিষয়ক বইমেলা ও প্রদর্শনী'
'নদী বিষয়ক বইমেলা ও প্রদর্শনী'

রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশে শুক্রবার শুরু হচ্ছে 'নদী বিষয়ক বইমেলা ও প্রদর্শনী'।

বিশ্ব নদী দিবস উপলক্ষে এদিন সকাল ১১টায় তিন দিনব্যাপী এই মেলা উদ্বোধন করবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

এছাড়া উপস্থিত থাকবেন বইপ্রেমী ও নদীকর্মীরা।যৌথভাবে এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী, রিভারাইন পিপল ও বইনিউজ২৪ ডট কম।

শুক্র, শনি ও রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী।

মেলার আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষে শ্রাবণের প্রকাশক রবীন আহসান জানিয়েছন, নদী বিষয়ক প্রকাশন ও পাঠ উৎসাহিত করতেই এ আয়োজন।

এ ধরণের আয়োজনের মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশ থেকে প্রকাশিত নদী বিষয়ক বইপত্র সম্পর্কে ধারণা পাবেন আগ্রহী পাঠকরা।সহ-আয়োজক রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন জানান, এ ধরণের মেলা জ্ঞানভিত্তিক নদী আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে।

প্রসঙ্গত, শ্রাবণ প্রকাশনীর সঙ্গে রিভারাইন পিপলের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো হচ্ছে নদী বিষয়ক এই বইমেলা। প্রথমবার ২০১২ সালে আজিজ সুপার মার্কেটে আয়েজন করা হয়েছিল নদী বিষয়ক বইমেলার। সংবাদ বিজ্ঞপ্তি


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান