অটবির কপালে ক্যামোফ্লাজ পালক - শামীম আহমদ
কবি: শামীম আহমদ
আকাশের গহিন সরোবরে
দু একটি নীশাচর পাখির আনমনে ডুবসাঁতার,
জোছনায় আলোখেলা ,ওদের ক্লান্ত ক্যামোফ্লাজ
পালক মিশে থাকে অটবির কপাল জুড়ে ।
রাতের অবগুণ্ঠন খুলে,মুখ তুলে চায় শশিপ্রভা
বনলক্ষ্মীগণ স্নান করে ধবল পূর্ণিমাতে,
অপরাহ্নেরবেলা শেষে যখন জোছনায় ভেসে যায় প্রকৃতি
আহ্ কী নৈসর্গিক সৌন্দর্য, আগন্তুকের চোখ -
হারিয়ে যায় ,কল্পনার নিঃশব্দ নিঃসঙ্গতায়,
সঙ্গি কেবলই অপরূপ সুন্দরের এক সুন্দরতম
স্রষ্টার শৈল্পিক কারূকাজ বনলক্ষ্মীগণ ,
এ যেনো দক্ষ চিত্রশিল্পীর তুলিতে আঁকা
জীবন্ত এক ক্যানভাসে সুন্দরর্যের লীলাভূমি ।