অধ্যাপক যতীন সরকার
অধ্যাপক যতীন সরকার চরম দরিদ্রতার মধ্য দিয়ে লেখাপড়া করেন। কলেজে পড়াকালীন থেকে তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। ছেলেবেলা থেকেই দরিদ্রতার সঙ্গে সংগ্রাম করে নিজে রোজগার করে পড়াশোনা ও সংসারের খরচ চালিয়েছেন। ১৯৬৪ সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় যোগ দেন। পাশাপাশি প্রগতিশীল রাজনীতি ও লেখালেখিও করেছেন যতীন সরকার। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
যতীন সরকারের ৮৪তম জন্মদিন উদযাপন পর্ষদ এর আয়োজন করে। আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের আহ্বায়ক নারী নেত্রী কোহিনূর বেগম ও সদস্য সচিব সংস্কৃতি কর্মী মো. আলমগীর সাহিত্যপ্রেমী ও যতীন সরকারের ভক্তদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এ শিক্ষাবিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে ১৯৩৬ সালে জন্ম গ্রহণ করেন। বাবা জ্ঞানেন্দ্র সরকার হোমিও চিকিৎসক ছিলেন। মা বিমলা বালা সরকার গৃহিণী। স্ত্রী কানন সরকার। অধ্যাপক যতীন সরকারের দুই সন্তান। ছেলে সুমন সরকার চিকিৎসক ও মেয়ে সুদিপ্তা সরকার যুগ্ন-জেলা জজ।