কাব্যগ্রন্থের প্রচ্ছদ
লন্ডনপ্রবাসী কবি মোহাম্মদ ইকবাল এর কাব্যগ্রন্থ " সংবিধিবদ্ধ নসিহত " প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা-২০১৯ । গ্রন্থটি প্রকাশ করেছেন বাসিয়া প্রকাশনী । প্রচ্ছদ করেছেন সুনামধন্য প্রচ্ছদশিল্পী চারু পিন্টু ।
গ্রন্থটি পাওয়া যাবে -
স্টল নম্বর ৬৩৪ বাসিয়া প্রকাশনী,
অমর একুশের বইমেলা ঢাকা।
স্টল নম্বর ৩ বাসিয়া প্রকাশনী,
প্রথম আলো বন্ধুসভা বইমেলা সিলেট।
মূল্য : ২০০.০০ টাকা (দুইশ টাকা মাত্র)
রকমারী ডটকমে পেতে ডায়াল করতে পারেন ±৮৮ ০১৭১১ ৪৮৪৬৬৮
কবি মোহাম্মদ ইকবাল
লন্ডনপ্রবাসী কবি মোহাম্মদ ইকবাল। শক্তিমান এক অগ্রসর কবির নাম। প্রচারের ডামাডোলের বাইরে বিদেশ বিভুঁই-এ নিভৃতচারী আছেন এইমেধাবী কবি। স্বভাবে প্রচার বিমুখ এবং খ্যাতির প্রলোভন মুক্ত। উদার মানবতাবাদী, কাল ওসমাজ সচেতন, প্রগতিপন্থীএই কবির কাব্য-যাত্রা অনেক আগেই ।
একনজরে কবি
মোহাম্মদ ইকবাল বাবা- মোহাম্মদ আব্দুল গনি (অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা জনস্বাস্থ্য অধিদপ্তর)মা-জয়তুন নাহার বেগম (গৃহিণী)জন্ম-২৯শে মে ১৯৬২ ইং মৌলভীবাজার বৃহত্তর সিলেট জেলা।পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ১৯৯৪ ইং থেকে স্থায়ী ভাবে বিলেতে বসবাসরত লেখালেখির পাশাপাশি নিজ ব্যবসা দেখাশুনা করে আসছেন। email :- mohammed-iqbal1@hotmail.co.uk Facebook ID মোহাম্মদ ইকবাল।গ্রন্থ তালিকাঃ-স্রষ্টার শৈল্পিক হাত (কবিতা ২০১৬)নিরংসু ক্ষপায় (কবিতা ২০১৬)ইস্কাপনের বউ, (কবিতা ২০১৭)জাফরানি মৌচাক (কবিতা ২০১৮)যৌথ গ্রন্থপঙতিস্বজন (কবিতা ২০১৬)প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা (কবিতা ২০১৭)সংহতি নির্বাচিত কাব্য সংকলন -৩ (কবিতা ২০১৭)পদাবলির যাত্রা (কবিতা ২০১৮)বসন্ত বিন্যাস প্রকাশিতব্য ( কবিতা ২০১৯)