অরবিন্দ চক্রবর্তীর সম্পাদনায় একজন উজ্জ্বল মাছ: বিনয় মজুমদার
অরবিন্দ চক্রবর্তীর সম্পাদনায় একজন উজ্জ্বল মাছ: বিনয় মজুমদার

গ্রন্থের প্রচ্ছদ


সাহিত্যবার্তা : বাংলা কবিতার কিংবদন্তি বিনয় মজুমদার। ষাটের দশকের কবি বিনয় মজুমদার বাংলা কবিতার ক্ষেত্রে মাইলফলক। ফিরো এসো চাকা কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি পাঠকের কাছে যে নতুন ভঙ্গি নিয়ে উপস্থিত হয়েছিলেন, তাই তাকে এনে দেয়  রবীন্দ্র-জীবনানন্দ পরবর্তী কবিদের সবচেয়ে উজ্জ্বল কবির সম্মান।

বলা যায়, তিনি পরবর্তী কবিদের কবিতার ভাষায় প্রভাব বিস্তারকারী কবি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আস্থা রাখা যায়, আসছে পাঠকের কাছেও এ কবির প্রয়োজনীয়তা উজ্জ্বল থাকবে। অরবিন্দ চক্রবর্তীর সম্পাদনায় একটি উজ্জ্বল মাছ : বিনয় মজুমদার গ্রন্থটি মেলায় এসেছে বেহুলাবাংলা। 

অতনু দেব কৃত বিনয়ের প্রতিকৃতি অবলম্বনে করা প্রচ্ছদে বইটির মূল্য ১২০০ টাকা। বিনয় মজুমদারকে নিয়ে এই আয়োজন বিনয়ের পূর্ব প্রজন্ম, সমকালীন ও উত্তর প্রজন্মের কবি-লেখকদেরই একনিষ্ঠ কবিতাপাঠ ও তার অনুধাবন। এসবেরই আকর পরিচায়ক এই ‘একজন উজ্জ্বল মাছ : বিনয় মজুমদার’। কবি বিনয় আর ব্যক্তি বিনয়কে বুঝতে প্রবেশক হয়ে কাজ করবে এ সংকলনটি। বেহুলাবাংলা প্রকাশনীর ১২৩-২৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। 

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান