আগল - মোস্তফা কামাল মল্লিক
আগল - মোস্তফা কামাল মল্লিক

কতটা অর্থবহ বেঁচে থাকা ?
অশ্লীলতা আগ্রাসী হলে
সহস্র শেকলে
নোলুপ জিহ্বা চোখ অঙ্গ প্রত্যঙ্গ
দিনরাত তেড়েফুঁড়ে আসে
কদর্য ভঙ্গিতে ।

আতঙ্কে রুদ্ধ দ্বার , রুদ্ধ জানালা
দু চারটে ছিদ্রপথে শুধু
পাখিদের গান
থেমে থেমে নির্ভয় আহ্বান
আঁধার ঘরে ইতিউতি
সামান্য আলোর রেনু
কাটছে সাঁতার ।

মনের বাষ্পমেঘ
ঝরে ঝরে ঝরে সরোবর
শোক দুঃখ জমে একদিন
হিমবাহ ছুটবে সাগরে
শিথিল পেশীরা দৃঢ় হবে
ভাঙ্গবে রুদ্ধ আগল ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান