ছড়াকার : আজিজ আহমেদ
চাঁদের হাসি
অস্তাচলে চাঁদের হাসি,
কাল ঈদ তাই সবাই খুশি।
নতুন জামাজুতা নেব,
পিঠাপায়েস মিষ্টি খাব।
বটের তলা ঈদের মেলা,
চড়ব সবাই নাগর দোলা।
হরেক রকম খেলনা নেব,
সবার মাঝে বিলিয়ে দেব।
ভুলে যাব সব দ্বন্দ্ব
বেটে নেব ঈদ আনন্দ।
ঘটক
এটা কোন পেশাই নয়
সবাই বলে ঘটক,
জনগণের সেবার নামে
মানুষ মারা ফাটক।
বিদ্যেবুদ্ধি কিচ্ছু নাই
লোক ঠকানোই কাজ,
তোষামোদি মিথ্যা বলা
একটুও নাই লাজ।
বহুবিয়ে বাল্যবিয়ের
এরা নাটেরগুরু,
দায়গ্রস্ত পিতার কাছে
এরাই মহাপুরু ।
আইন চোখে বৃদ্ধাঙ্গুল
বিয়ে বিয়ে নাটক,
বাল্যবিয়ের দায়ে এদের
করা উচিৎ আটক।
অপ্রিয় বাক্য
বাবা মায়ে নাম দিয়েছে
আব্দুর রহমান,
এখন সবাই ডাকে শুধু
বলে অকমান।
নিঃশ্ব আমি দুর্বল আমি
গরীব বলে তাই,
অবহেলার স্বীকার হয়ে
পড়ে মার খাই।
তোমার কথার সুর বাজে
মহান স্রষ্টার কানে,
আমি অধম চিৎকার করি
তবু নাহি শুনে।
আমরা মানুষ সবাই জানে
তবে কেন বিভেদ,
স্বাধীন আমরা এই দেশেতে
চাইনা ভেদাভেদ।
বিয়ে
নূরির পুতুল শেফালির
বিয়ে হচ্ছে আজ,
রানুর পুতুল পলাশের,
তাইতো অনেক কাজ।
চিনি সেমাই মিছেমিছি
কাঁদা দিয়ে পিঠা,
মুখের কাছে নিয়ে সবাই
বলছে বেজায় মিঠা।
বিয়ে বাড়ি নাচগান
সবাই অনেক খুশি,
বরকনে লাগছে দারুন
দেখছে সবাই বসি।