আজীবন সম্মাননা পেলেন ইমদাদুল হক মিলন ও আলী ইমাম
আজীবন সম্মাননা পেলেন ইমদাদুল হক মিলন ও আলী ইমাম

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম ‘ঝুমঝুমি আজীবন সম্মাননা’ পেয়েছেন ।

শুধু তাই নয়, ১০ জন খ্যাতনামা শিশুসাহিত্যিককেও ‘ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার’ এ ভূষিত করা হয়।
তারা হলেন- আহসান মালেক, মাহফুজুর রহমান, আসলাম সানী, সুজন বড়ুয়া, বিলু কবীর, মারুফুল ইসলাম, রাশেদ রউফ, আমীরুল ইসলাম, হুমায়ুন কবীর ঢালী ও আনজীর লিটন ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছোটদের কাগজ ঝুমঝুমির উদ্যোগে ৮ ডিসেম্বর শনিবার বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে খ্যাতনামা কবি সাহিত্যিক ও গুণীজনরা উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট হাতে তুলে দেন ।

কবি আসাদ চৌধুরী, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক ড. নূহ উল আলম লেনিন, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী রেজাউল হক চৌধুরী মুশতাক, মুক্তিযোদ্ধা ও শিশুসাহিত্যিক সিরু বাঙালি, ঝুমঝুমির ব্যবস্থাপনা উপদেষ্টা নন্দিতা বড়ুয়া, সাংবাদিক অরুণ দাশগুপ্ত, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. আনিসুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্মসচিব রঞ্জিত কুমার বড়ুয়াসহ অনেক গুণীজন অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ও পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন কথাসাহিত্যিক ঝর্না রহমান । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝুমঝুমির প্রধান সম্পাদক ছড়াকার পাশা মোস্তফা কামাল ও ঝুমঝুমি সম্পাদক শিশুসাহিত্যিক শায়লা রহমান তিথি ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান