আজ কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী’র জন্মদিন
আজ কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী’র জন্মদিন

আজ কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী’র জন্মদিন। ১৯৮৪ সালের ৬ জুন তারিখে মাদারীপুর জেলার কালকিনী থানার সাদীপুর গ্রামেজন্ম গ্রহণকরে। ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে সম্পন্ন করেছে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে তিনি সাউথপয়েন্ট কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োজিত আছেন। ইতিপূর্বে কাজ করেছেন বিশ্বসাহিত্যকেন্দ্রে এ্যাসিসট্যান্টকো-অর্ডিনেটর পদে। করেছেন খন্ডকালীন সাংবাদিকতাও।

 

তার প্রকাশিত গ্রন্থসমূহ:

কাব্যগ্রন্থ: পতঙ্গ বিলাসী রাষ্ট্র প্রেম(২০১১), কালযাত্রার স্নিগ্ধ ফসিল (২০১৬),

দ্রোহ কিংবা পোড়োনদীর স্রোত (২০১৮), কিশোরকাব্য: মায়ের

মতো পরী( ২০২০), গহিনে অরণ্য নদী (২০২১)

 

গল্পগ্রন্থ: জলপিপিদের বসতবাড়ি (২০১৩),

ডুবেছিল চাঁদ নিশিন্দাবনে (২০২১)

এছাড়া অসংখ্য সংকলিত বইয়ে লেখা প্রকাশিত হয়েছে।

 

সম্পাদনা :শিল্পসাহিত্যের ওয়েব পত্রিকা শব্দকুঞ্জ

International Anthology for Palestine and against war (2021)

পুরস্কার: সাহিত্য দিগন্ত লেখকপুরস্কার

বাঙালীর কণ্ঠ সাহিত্যপুরস্কার

ইন্টারন্যাশনাল পিস এম্বাসেডর সম্মাননা

দাবানল সাহিত্য পুরস্কার।

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান