কবি বাকী বিল্লাহ্ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন নলছিয়া গ্রামে জন্মগ্রহন করেন । পিতা : এম এ সামাদ, মাতা: জহুরা খাতুন, দুই ভাইবোনের মধ্যে কবি দ্বিতীয় । কবিতা লেখার হাতেখড়ি স্কুলে পড়ার সময়ে । পিতার কর্মসূত্রে থাকতেন নারায়ণগঞ্জ শহরে । সেখানে যুক্ত ছিলেন সাহিত্য সংগঠন ড্যাফোডিল ও অক্ষরের সাথে । ১৯৭৫ সালে বন্ধবন্ধু হত্যাকাণ্ডের পর তোলারাম কলেজের সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ।
রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আইন শাস্ত্রে ডিগ্রী নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। বাংলাদেশ সুপ্রিমকোর্টে তালিকাভুক্ত হলেও জামালপুর জেলা জজ আদালতের নিয়মিত আইনজীবী।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন ২০০৭, ২০০৮, ২০১১,২০১৯ খ্রিস্টাব্দে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে- জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ-নিঃশঙ্ক সহযাত্রী এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ দুই মেয়াদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করার পর সুদীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।