আত্মকাব্য ■ ওয়াহিদ জালাল
আত্মকাব্য ■ ওয়াহিদ জালাল

কিছু মানুষ বুকের ভেতর থেকে দূরে যায়ই না,

নিজেকে আগুনে পুড়াই,

ছিঁড়ে-ফেঁড়ে ক্ষতবিক্ষত করি প্রতিদিন ।

তবু প্রিয় মানুষেরা জীবনের মতো জেগে থাকে বুকের ভেতর।

আর আমাকে আহত করে তাদের ভুলে থাকা।

মনে রেখো ওয়াহিদ,

তুমি যারে ভালোবাসো যদি সে ফিরে তাকায় না।

ঠোঁট ক্ষুধার্তই রয়ে যায় দুটি চোখ যদি বৃষ্টিতে হাসে না ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান