আনিসুল হকের ‘এই পথে আলো জ্বেলে’
আনিসুল হকের ‘এই পথে আলো জ্বেলে’

আনিসুল হকের ‘এই পথে আলো জ্বেলে’

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের নতুন উপন্যাস ‘এই পথে আলো জ্বেলে’। এটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। ১৯৬২ থেকে ১৯৬৯ সময়কালে তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা আজকের বাংলাদেশের মাটিতে চলমান রাজনৈতিক-সামাজিক ঘটনাকে উপজীব্য করে আবর্তিত হয়েছে এই উপন্যাসের কাহিনি। 

এতে বাষট্টির ছাত্র আন্দোলন, তার নায়কদের কথা, ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা দাবি উত্থাপন, তাঁকে ঘিরে গড়ে ওঠা আন্দোলন, তাঁর গ্রেপ্তারের পর গ্রেপ্তার হওয়া, সর্বংসহা সহধর্মিণী ফজিলাতুন্নেছা রেনুর সংগ্রাম, শেখ হাসিনার সক্রিয় ছাত্ররাজনীতিতে আসা, মওলানা ভাসানীসহ বামপন্থীদের ভূমিকা, জেলে তাজউদ্দীনের জীবন, পিতার সান্নিধ্যবঞ্চিত শেখ মুজিবের ছোট ছেলেমেয়েদের দুঃখ-বেদনাকে 

চমৎকারভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন আনিসুল হক।

১৯৬২ থেকে ১৯৬৯ সময়ের রাজনৈতিক নানা প্রেক্ষাপটে আবৃত আনিসুল হকের লেখা এই উপন্যাসটি হয়ে ওঠেছে বাংলাদেশে হয়ে ওঠার এক অনন্য আখ্যান। উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার শহিদ সোহরাওয়ার্দীর উদ্যানস্থ প্রথমা প্রকাশন-এর প্যাভিলিয়নে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান