আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০শে জানুয়ারি
আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০শে জানুয়ারি
ঐতিহ্যসম্পন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০শে জানুয়ারি। এটি বইমেলার ৪৩ তম বর্ষ। এবারের বইমেলার ফোকাস দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক মায়া সভ্যতা গড়ে ওঠার কেন্দ্রভূমি গুয়াতেমালাকে। বুধবার শহরের অভিজাত হোটেলে অনুষ্ঠিত এবারের বইমেলার প্রথম সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এই খবর জানিয়ে বলেন, এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও জানান, গতবার সল্টলেকে বইমেলার সাফল্যে আমরা অভিভূত। এবারের বইমেলা  চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত।  প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। জানা গেছে, প্রতিবারের মত এবারও বাংলাদেশ সর্ববৃহৎ প্যাভেলিয়ন নিয়ে হাজির থাকেবে। এছাড়া মেলায় অন্যান্য বছরের মত একটি দিন বিশেষ বাংলাদেশ দিবস হিসেবে পালিত হবে।
অনুষ্টিত হবে আলোচনা সভা। এদিনের সাংবাদিক সম্মেলনে ত্রিদিব চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেলার অধিকর্তা সুধাংশু দে এবং গিল্ডের সভাপতি প্রবীরকুমার মজুমদার৷

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান