আবদুল হাসিব-এর কবিতা
আবদুল হাসিব-এর কবিতা

কবি : আবদুল হাসিব

একজন নারী  

 

কেউ কি আমাকে এমন একজন নারী দেবেন;

যে নারী সপ্তম বর্ষ অবদি তার প্রাণস্পর্শে

আমার অস্থিত্বকে পরিপুষ্ট করেছিল,

যার বুকে ছিল প্রচন্ড শীতে অবাদ উষ্ণতা

খররৌদ্র উত্তাপে ছিল নায়াগ্রার নির্ঝরিত ধারা

 

কেউ কি আমাকে এমন একজন নারী দেবেন;

যে নারী হঠাৎ করে আমার কঁচি হাতটি ছেড়ে

সতেরো বছর আগে চলে গেছে!

যার সান্নিধ্যের অভাব আমার জীবন সাহারা,

যার অনুপস্থিতিতে আমার বুকে হরিপুরের পাহাড়,

যারে ছাড়া আমার জীবন কদলি পত্রের মত ছিন্ন-ভিন্ন

 

কেউ কি আমাকে এমন একজন নারী দেবেন; 

যার অবয়ব ভরে থাকবে শরৎ শেফালীর শুভ্র হাসি,

যার চোখে মুখে লেগে থাকবে স্নিগ্ধ শান্ত ঊষা,

যার আদর হবে ভোরের শিশির মাখা চাদর,

যার স্পর্শ হবে বুনো হাওয়ার মত নরম উদার

 

হে প্রেমময় পরম ঈশ্বর, হে পৃথ্বিরাজ;

আমাকে তুমি সেই নারী দাও, যে নারী

আমার রক্তকলমের কালিতে কবিতার পথ ধরে

অসম্ভব তৃষ্ণায় বারংবার বুকের কাছে উঠে আসে

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান