আর্মেনিয় দুঃখ - হভেন্স তুমানিয়ান বাঙলায়ন- রহমানহেনরী
আর্মেনিয় দুঃখ হভেন্স তুমানিয়ান
.আর্মেনয়ান দুঃখ এক অকূল সমুদ্র,
জল থৈ থৈ বিপুল গহ্বর;
এই বিস্তীর্ণ ও কৃষ্ণ-চরাচরে
সাঁতরাচ্ছে আমার শোকবিহ্বল আত্মা।
মাঝেমাঝে বল্গাহারা ঘোড়ার মত দাপাচ্ছে— ক্রোধে, আর তীর খুঁজছে— নির্মল ও নীল,
যেখানে মাঝেমধ্যে পরিশ্রান্ত সে ঝাঁপিয়ে পড়বে গভির
খুঁজবে অতল বিশ্রাম;
অথচ কখনই তল পাবে না এই সমুদ্রের।
কূল পাবে না কখনও।
আর্মেনিয় দুঃখের ভেতর— এক কৃষ্ণ-পারাবারে
বাস করছে আমার আত্মা, বিলাপ করছে...