আলফাজ আহমেদ এর কবিতাগুচ্ছ
আলফাজ আহমেদ এর কবিতাগুচ্ছ

কবি আলফাজ আহমেদ



রঙ্গ-সঙ্গ


রঙ্গেতে রঙ্গ রাঙ্গিয়ে;
রঙ্গতো রঙ্গিনে হারালো।
রঙ্গিনে রঙ্গ রাঙ্গিয়ে;
রঙ্গকে রঙ্গিনে ভাসালো।
রঙ্গিনে রঙ্গের ভাবেতে,
রঙ্গের রঙ্গিনে কারুতে;
রঙ্গিনের রঙ্গের আমেজে,
রঙ্গের রঙ্গিনে বহুরূপে।
রঙ্গিনের রঙ্গের আবেগে;
রঙ্গন রঙ্গিলো বিভাগে,
রঙ্গিন রঙ্গের প্রণয়ে;
রঙ্গ রঙ্গিনে পরিণতে।।

 

 


ইচ্ছার কিচ্ছা


ইচ্ছেরই ইচ্ছা হয় না,
কেন ইচ্ছে হয় না?
ইচ্ছের ইচ্ছে,
আমাকে বলে না।
ইচ্ছে তো ইচ্ছেরই ভাবনায়।

ইচ্ছের তো ইচ্ছের ভবনেই বাস,

ইচ্ছের আছে তার নিজস্ব নিবাস।

ইচ্ছে চলে ইচ্ছের ইচ্ছায়,

ইচ্ছে রুখে না নিজ ইচ্ছায়।

ইচ্ছের যখন মনে আসে ইচ্ছা,

ইচ্ছের ভ্রমণ নিজের ভুবনে ইচ্ছায়।

ইচ্ছে থোরাই রুখে নিজের ইচ্ছে,

ইচ্ছে বলে আমি ইচ্ছা।।

 

 

 


মুদ্রার ভিতর বাহির


নিয়ম তোর অনিয়মেই বসবাস,

তাতে অনিয়মের কতো উল্লাস!

অনিয়ম হয়ে গেলো মহা শক্ত,

নিয়মের হতে হলো তারই ভক্ত।

নিয়ম বলে দাঁড়া অনিয়ম,
এখন থেকে নেবো তোর ভক্তি।

অনিয়ম বলে আহা! সত্যি সত্যি?

আমার যে বাস তোরই মধ্যে।

নিয়ম বলে তাই নয় কি!
দেবো আমি তোকে ঝেড়ে ফেলে,

অনিয়ম বলে এটা অসম্ভবরে,

তাতে তুই নিজেই ঝরে পড়বি

 

 

 

মন-না


মনেতে মন মিশিয়ে,
মনেতে মন মিলাবো,
মনেতে মন রাঙ্গিয়ে,
মনেতে মন সাজাবো।

মনকে বুঝ মানিয়ে,
মনতো তোকেই দিবো,
মনকে উদার করে,
মনকে রঙ্গে রাঙ্গাবো।

মনতো মনেতে মিশালি
মনকে মনেতে মিলালি,
মনকে মনেতে রাঙ্গালি,
মনকে মনেতে সাজালি।

মনকে বুঝ মানালি,
মনকে কেড়েই নিলি,
মনকে উদারই করিলি,
মনকে রঙ্গেই রাঙ্গালি।।

 

 

নাচ

নাচরে নাচ, ওরে মোর মন নাচ,
নাচরে নাচ, ওরে মোর মন তুই নাচ।
তাকে নিয়ে নাচ
তালে তালে নাচ
ঢালে ঢালে নাচ
কথক, ডিসকো, র‍্যাপ সবই নাচ।

নাচরে নাচ, ওরে তুই নাচ,
ও তোকে ভালোবাসেরে, নাচ।
ও বলেছেরে ভালোবাসি, নাচ।
ওরে মন তুই নাচ, ধুমসে নাচ, জোরসে নাচ,
নাচরে নাচ, ওরে মন নাচ।।

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান