কবি - আলফাজ আহমেদ
ভাব
ভাবের আকাশেই শুধু উড়ো,
আমার আকাশেও একটু উড়ো।
ভালোবাসার আকাশ আমার
ভাবের আকাশের চেয়েও বড়।
উড়ো তুমি উড়ো আকাশে
শুধু ভালোবাসাটুকু সাথে নিও,
ভাবের আকাশেই উড়ো
আমার আকাশতো অনেক বড়।
আমিতো আমার আকাশে
ভালোবাসা সাথে নিয়েই উড়ি,
তোমার ভালোবাসার আকাশটা অনেক বড়
আমিতো সেই আকাশেই উড়ি।
তোমার আকাশটাতো অনেক বড়
শুধুই খুঁজে পাই ভালোবাসাটাকে,
আকাশটাকে জানাই আমার ভালোবাসা
একটু খুঁজে দেখ, আমার ভালোবাসাটাও বড়।
মুদ্রার ভিতর - বাহির
নিয়ম তোর অনিয়মেই বসবাস,
তাতে অনিয়মের কত উল্লাস।
অনিয়ম হয়ে গেলো মহাশক্ত,
নিয়মকে হতে হলো তারই ভক্ত।
নিয়ম বলে দাঁড়া অনিয়ম
এখন থেকে নেব তোর ভক্তি,
অনিয়ম বলে, আহ! সত্যি সত্যি?
আমার যে বাস তোর মধ্যেই।
নিয়ম বলে, তাই না কি?
দিব আমি তোকে ঝেরে ফেলে,
অনিয়ম বলে, এটা অসম্ভবরে,
তবে তো তুই, নিজেই ঝরে পড়বি।।
ইচ্ছার - কিচ্ছা
ইচ্ছেরই ইচ্ছে হয় না,
কেন ইচ্ছে হয় না?
ইচ্ছের ইচ্ছে, আমাকে বলে না,
ইচ্ছেতো ইচ্ছেরই ভাবনায়।
ইচ্ছেরতো ইচ্ছের ভবনেই বাস,
ইচ্ছের আছে তার নিজস্ব নিবাস।
ইচ্ছে চলে ইচ্ছের ইচ্ছায়,
ইচ্ছে রোখে না নিজ ইচ্ছা।
ইচ্ছের যখন মনে আসে ইচ্ছা,
ইচ্ছের ভ্রমন নিজের ভূবনে ইচ্ছায়।
ইচ্ছে থোরাই রুখে নিজের ইচ্ছা,
ইচ্ছে বলে আমিই ইচ্ছা।।
মন নাচে
আমার মন নাচেরে
কেউ দেখেরে, কেউ দেখেনারে,
ও মন নাচেরে, শুধুই নাচেরে।
মন তুই কেন নাচিছরে?
ইচ্ছের ভাবনায় নাচিরে,
ভালোবাসায় নাচিরে,
আনন্দে নাচিরে।
কেউ দেখে, কেউ দেখেনারে,
মোর মন নাচেরে,
ওরে সবাই দেখ, মোর মন নাচেরে,
ও ভালোবাসে মোরে, মোর মন নাচেরে।
মন আমার নাচেরে,
কাউকে পরোয়া করেনারে,
শুধুই নাচেরে, নাচেরে, নাচেরে।
সময়!
সময়রে! ও সময়।
তোর জন্য মোর অপেক্ষা করতে হয়!
কখন তুই যে আসবি?
ঘটনাগুলো যেন আমারই মনের মত হয়।
হয় নারে! সময় হয় না!
মাঝখানে কতকিছু ঘটে যায়রে, সময়!
ও সময়! তুইতো বুঝিছ না!
আমিতো বুঝিরে সময়, আমি বুঝি।
তবুও সময় তুই কেটে যাস!
দুঃখু-বেদনায় বা সুখ-আনন্দে;
আমার মনের মত সাথেই পাই কি তোকে?
ওরে সময়! পাই তোকে! তোরই সময়ে।
আমার লক্ষ্যও পূরণ হয়রে সময়,
হয়রে সময়! তাই ই হয় সময়।
শুধুই ধৈর্য্য ধারণরে সময়,
শুধুই ধৈর্য্য ধারণ।।