আলোর দ্যুতি রাত - ফরিদা বেগম
আলোর দ্যুতি রাত - ফরিদা বেগম
তিমির রাত্রি নিশ্চুপ কালো
ঝিঁঝিঁ পোকাদের সমবেত গান
সড়ক বাতির চারপাশ ঘিরে
আটকিয়ে রাখে ভবঘুরে প্রাণ।
রাতের পোশাক রূপামাখা চাঁদ
জোসনার আলো, তারা ঝিকিমিকি
ছলকে সবুজ পাতার শরীর আলোর নাচন
দহন ফুল কি!
রাত ওড়নায় ঢেকে রাখি যতো
কষ্ট ব্যথার জলের কাব্য
স্মৃতির ঝোলায় জমে যায় কতো
মন খারাপের রূপক গল্প।
আদিম বন্য উল্লাসে মাতে
কালোর আড়ালে হায়েনার বেশে
শ্বেত কবুতর উড়াবে কেউ বা
আলোর দ্যুতির রাত ভালোবেসে।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান