খ্যাতিমান কবি আসাদ চৌধুরীকে টরন্টোয় প্রবাসী বাঙালিরা নাগরিক সংবর্ধনা দিয়েছেন। রবিবার বিকেল ৪টায় ড্যানফোর্থস্থ ডজ রোডের রয়েল কেনেডিয়ান হলে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিকে নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন আর আবৃত্তিকারের পাঠ করেন কবিতা। দীর্ঘ ৩ ঘণ্টাব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আসাদ চৌধুরীর জীবন ও সাহিত্য নিয়ে স্মৃতিচারণ এবং আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইকবাল হাসান।
কবির পুরো পরিবার এছাড়াও সংবর্ধনায় লেখকদের মধ্যে যোগ দেন দিলারা হাফিজ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সৈয়দ ইকবাল, সুমন রহমান, সালমা বাণী, ফেরদৌস নাহার, দেলওয়ার এলাহী প্রমুখ। বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সংগঠন নানা আয়োজনে কবিকে বরণ করে নেন। শুভেচ্ছা জানাতে এসেছিলেন, অন্টারিও পার্লামেন্টের সদস্য ডলি বেগম।
কবি আসাদ চৌধুরীর পক্ষে ছেলে আসিফ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। কবি যথারীতি তার প্রাণবন্ত বক্তব্যে দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতা-ভক্তদের মুগ্ধ করেন।
অপরদিকে গত ১০ নভেম্বর সেন্ট রকের প্যালেস হলে মন্ট্রিয়লেও কবি আসাদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।