ইকবাল জালালী এর কবিতা
আমার মায়ের খুনি এ শহর
একটা শহর আমার মাকে খুন করে দিব্যি দাঁড়িয়ে, আকাশের ধৈর্য্যের সীমা থাকা উচিত ছিলো না।
কাপুরুষ লালন করো তুমি,অভিশাপ হে শহর!
হত্যার উল্লাস করতে করতে যাদের হাত আমার
মা জননীর শরীরে নির্মম আঘাত ছুড়ে ছিলো,
যাদের অগণিত পা হয়রান হয়নি তখনো,আমার
নাম ধরে ডাকছিলো আমার মা,কেউ শোনেনি।
কাপুরুষ লালন করো তুমি,অভিশাপ হে শহর!
কারা যেন আমার নিকট দুটি হাত বাড়িয়ে দেয়
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের চোখ,
অথচ তারাই খুন করে আমার সামনে ঘুরছে
ঘুরছে এ শহরে,আমায় কোলে নিতে চায়।
কাপুরুষ লালন করো তুমি,অভিশাপ হে শহর!
তারা খুন করে ছুটে যায় তাদের মায়ের নিকট
জড়ায় বুকে সে দুটি হাতে,মাকে নিয়ে লিখে
যায় অগণিত কবিতা,ছুটে যায় বই মেলায় দুটি
পায়ে হেটে,অথচ তারাই আমার মায়ের খুনী।
কাপুরুষ লালন করো তুমি,অভিশাপ হে শহর!
আর কখনো ফিরে আসবেনা আমার শ্রেষ্ঠ মা
কখনো আমি কনিষ্ঠ আঙ্গুলটি ধরে ছুটে যাবোনা
পার্কে,বেঞ্চে বসে গল্প শুনতে শুনতে শুয়ে যাবোনা
মায়ের কোলে,কে দেবে মায়ের আদর সোহাগ?
কাপুরুষ লালন করো তুমি,অভিশাপ হে শহর!