ইসলামপুরে বজ্রপাত রুখতে সেচ্ছায় দেড় হাজার তালবীজ রোপন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর :
জামালপুরের ইসলামপুরে বজ্রপাত রুখতে নিজ উদ্যোগে রাস্তার
দু‘পাশে ১৫‘শ তালবীজ রোপন করলেন শিক্ষক আঃ আজিজ। পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ মিজানুর রহমান তালবীজ রোপন করে এই কর্মসূচীর উদ্ধোধন করেন।
বর্তমান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত ঘন ঘন হওয়ায় জনজীবনে আতংক
দেখা দিয়েছে। ঘন ঘন বজ্রপাতে বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানীর ঘটনা
ঘটছে। তাই এ দুর্যোগ মোকাবেলায় পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
আজিজ আহমেদ শিক্ষার্থীদের পুরুস্কারের আশ্বাস দিয়ে প্রত্যেককে যার যার
সামর্থ অনুযায়ী তালবীজ সংগ্রহ করতে বলেন। শিক্ষক আজিজের কথামত শিক্ষার্থীরা
প্রায় ২ হাজার তালবীজ সংগ্রহ করে। পরে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ
থেকে পাওয়া ২ হাজার বীজের মধ্যে দেড় হাজার বীজ উৎসবমুখর পরিবেশে রাস্তার
দু‘পাশে রোপন করে। তালবীজ রোপনের মধ্য দিয়ে এ অঞ্চলে বজ্রপাতকে “না” জানালো
হাজারও শিক্ষার্থী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহেদ আলীর
সভাপতিত্বে তালবীজ রোপন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের হাতে পুরুস্কার
তুলে দেন। এনজিও সৌহার্দ্য ও ব্রহ্মপুত্র কালচারাল একাডেমীর সহযোগিতায় এ
সময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব রাজেস কুমার পাল গুরুদাস, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক
সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।