রাজধানীতে তিন তরুণ কবির বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল
রোববার বিকালে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে তরুণ কবি রাহুল হকের ‘ফাইন্ডিং
চি’, শায়রা আফরিদা ঐশীর ‘অন ডেইজ লাইক দিস’ ও মুগ্ধ চন্দ্রিকার ‘স্টিজিয়ান
সেরেন্ডিপিটি’ কবিতার বইয়ের প্রকাশনা উৎসব হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নিজেদের লেখা দু'টি করে কবিতা আবৃত্তি করেন তিন তরুণ
কবি। ১৮ বছর বয়স থেকেই লিখতে শুরু করা তরুণ কবি শায়রা আফরিদা ঐশী বলেন, ‘লেখালেখির প্রতি আগ্রহ সব সময়ই ছিল। নিজের লেখা কবিতা
দিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ইউটিউব থেকে আবৃত্তি শিখেছিলাম।
সেই প্রতিযোগিতায় বিজয়ীও হয়েছি। অনলাইনে কবিতা লেখার উপর কোর্স করেছি।
আব্বুকে দেখে উৎসাহ পেয়েছি কবিতা লেখায়। আব্বুকে দেখতাম উদাস মনে কবিতা
পড়তে। লেখালেখির অনুপ্রেরণার জায়গা পরিবার বিশেষ করে আব্বুর কাছ থেকেই তৈরি
হয়েছে।'
ঐশী আরও বলেন, ‘কবিতা সব ধরনের পাঠকের জন্যই লিখি। তারপরও পাঠক সেখানে
তরুণ্যের ছাপ পাবেন। বিষয়গুলো প্রবীণ পাঠকদেরও ভালো লাগবে। পরিবার থেকে
দূরে একা যখন মেলবোর্নে পড়ালেখার জন্য গিয়েছিলাম তখন কবিতাগুলো লিখেছি।
আমার অনুভূতিগুলো নোটবুকে লিখে রাখতাম। যখন অনেকগুলো কবিতা হলো, ভাবলাম
চিন্তাগুলো প্রকাশ করা উচিত। দেশ ও দেশের বাইরে এরই মধ্যে অনেক পাঠক আমার
কবিতার বইটি পড়ে ভালো লাগার কথা জানিয়েছেন।'
অনুষ্ঠানে তরুণ কবি রাহুল হক বলেন, ‘১২ বছর হলো কবিতা লিখছি। আগের লেখা
কিছু কবিতা এবং নতুন লেখার সংমিশ্রণে আমার এই কবিতার বই। এটিই আমার প্রথম
কাব্যগ্রন্থ। এই বইয়ে প্রেমের কবিতাও রয়েছে। প্রেমে পড়ে অনেকে কবিতা লিখে,
আমিও তখন লিখেছিলাম।’ তরুণ কবি মুগ্ধ চন্দ্রিকা বলেন, ‘বাবা আমাকে সব সময়
উৎসাহ দিয়েছেন। আমার লেখার প্রথম পাঠক তিনি। কবিতা লেখার জন্য আলাদাভাবে
বেশি সময় দেই না। তাৎক্ষণিকভাবে যা মনে আসে, লিখে ফেলি। পরে আবার চিন্তার
পরিবর্তন ঘটলে শব্দ পরিবর্তন করি। এভাবেই জন্ম হয় পরিশুদ্ধ কবিতার।’
তিনটি কবিতার বই ইংরেজিতে লেখা। অনুষ্ঠানটির আয়োজক যৌথভাবে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড এবং জার্নিম্যান বুকস।