এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সম্মাননা পেলেন ৫ জন
এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সম্মাননা পেলেন ৫ জন


সাহিত্যবার্তা স্টাফ: সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৫ জনকে সম্মাননা প্রদান করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। রোববার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এবছর যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- অনলাইন সাংবাদিকতায় আহমেদ জুয়েল, ছড়া ও কবিতায় অদ্বৈত মারুত, উপন্যাসে সাদাত হোসাইন, ছোটগল্পে সালাহ উদ্দিন মাহমুদ ও গীতিকবিতায় এমআর মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী, ছড়াকার আলম তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ছাড়াকার আসলাম সানী, সংগঠনের সভাপতি আলমগীর খোরশেদ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.