এ কে এম আব্দুল্লাহ এর কবিতা
এ কে এম আব্দুল্লাহ এর কবিতা

কবি : এ কে এম আব্দুল্লাহ

তাজমহল ও অন্যান্য 


একই ট্রেন। ছুটে চলা। অচেনা গন্তব্য। অকস্মাৎ তার গতি ওঠে এলে আঙুলের ডগায়; খারাপ হয়ে যায় ব্রেক-ফাংশন। আমরা হার্ট থেকে তুলে এনে গ্রিজ - ল্যেপ্টে দেই,জংধরা পার্টস গুলোর ভাঁজে।

এভাবে কিছু দুর যাওয়ার পর, সিগন্যাল দেয় রিজার্ভট্যাংকের পেট্রল। আর আমরা চেয়ে থাকি দেয়ালের দিকে, যেখানে লটকে আছে কুমারের প্রাসাদ।


আকাশ থেকে খসে গেলে নিজস্ব নক্ষত্র; চোখ থেকে বেরিয়ে আসে শত শত ঘোড়া।  আর তোমরা ঘিরে থাকো চারপাশে জকি'র বেশে।


এরপর, মহাবিশ্ব নেমে আসে তালুর ভেতর।আর রক্তের গুম্বুজ ভেঙ্গে রচিত হয়— নিজস্ব তাজমহল ।




সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান