এ বছর মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রিয় কবি নির্মলেন্দু গুণ।
এ বছর মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রিয় কবি  নির্মলেন্দু গুণ।

        

আগামী ২৮ জুলাই হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে। কবির ফেসবুক স্ট্যাটাস হতে এ তথ্য জানা গেছে। সেখানে তিনি লিখেছেন- ‘সুসংবাদ গোপন করতে পারি না। উত্তেজনা বোধ করি। তাই পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই আমি এই সুসংবাটি জনস্বার্থে প্রকাশ করছি যে, মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার ২০১৮-র অন্যতম প্রাপক হিসেবে এবার আমাকে মনোনীত করা হয়েছে। আগামী ২৮ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার আমার হাতে তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা, তা ছাড়া রয়েছে দুই ভরি ওজনের একটি স্বর্ণপদক ও সম্মাননাপত্র। মার্কেন্টাইল ব্যাংকের CFO ডক্টর নূরুল ইসলাম সাহেব মুঠোফোনে আমাকে এই সুসংবাদটি জানিয়েছেন। যথাসময়ে আমাকে এই অর্থবহ পুরস্কার প্রদান করার জন্য মার্কেন্টাইল ব্যাংককে ধন্যবাদ জানাই। জয়তু মার্কেন্টাইল ব্যাংক।’


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.