এ সময়ের কবি ও গল্পকার আয়েশা মুন্নি'র জন্মদিন আজ
এ সময়ের কবি ও গল্পকার আয়েশা মুন্নি'র জন্মদিন আজ

কবি ও গল্পকার : আয়েশা মুন্নি

এ সময়ের কবি ও গল্পকার আয়েশা মুন্নি'র জন্মদিন আজ তার পুরো নাম আয়েশা করিম মুন্নি ।  চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় জন্মগ্রহন করেন তিনি বাবা-মৃত ফজলুল করিম

 

বাবা ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলীবাবার অবর্তমানে বড়ভাই সহকারী পুলিশ সুপার এবং স্বামী পুলিশ পরিদর্শক, উনাদের সরকারি চাকুরির সুবাদে কবি দেশের বিভিন্ন অঞ্চলে পড়ালেখা ও বসবাস করার সুযোগ পেয়েছেন

 

লেখালেখির সাথে তার সম্পর্ক স্কুল জীবন থেকেই


দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক সহ ভারতের দিল্লি, কলকাতা, বর্ধমান,আসামের বাংলা দৈনিক এবং শারদ সংখ্যায় তাছাড়া ও নিউইর্য়ক,মিশিগান,

আরব আমিরাত এর বাংলা পত্রিকায় তার লেখা গল্প, কবিতা ছাপা হয়েছে

 

কবি আয়েশা মুন্নি বাংলাদেশ বেতার ও বিটিবিতে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে আবৃত্তিও করে থাকেন

 

কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি দুইটি আঞ্চলিক এডওয়ার্ড সম্মননা লাভ করেন

 

এছাড়াও বিভিন্ন সাহিত্য সংগঠনের পুরষ্কারতো আছেই

 

সম্মাননাসমূহ :

 

খবরিকা পত্রিকার উনিশ বছর পূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মননা স্মারক

মিরসরাই, চট্টগ্রাম

 

সমতটের কাগজের বর্ষপূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন  সম্মাননাকুমিল্লা

 

জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্যে বিশেষ ভূমিকা পালনের জন্য বিশিষ্ট কবি সম্মননাঢাকা

 

বিচারপতি এস এম মুজিবর রহমান সাহিত্য সম্মাননা স্মারক ২০১৮

 


 

প্রকাশিত গ্রন্থ একক তিনটি(নীলাভ দূরত্ব, স্বপ্নশব, অমাবতীর কথা)

যৌথ ( কয়েকটা, হিসাব নেই)

কবির জন্মদিনে সাহিত্য বার্তা পরিবারের পক্ষ থেকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন । আগামীর চলার পথ আরও সহজ হোক ।

কবি আয়েশা মুন্নি'র  তিনটি কবিতা পাঠকদের জন্য

তব জন্মদিন


 

আজি  হতে শত যুগ পরে

খুঁজে যেন পাই তোমার

হৃদয়ের ঠিকানাখানি

আমার স্মৃতির পিঞ্জরে

আজি হতে যুগ যুগ পরে

 

যত হাসি যত ব্যথা আর যত তান

ছোট্ট নীড়ে যেন পাখি গায় গান

আমি যেন খুঁজে পাই তোমার বারতা

জানাতে পারি যেন প্রতিক্ষিত মনের নীরব আকুলতা

 

মহাকাল থেকে যেন চোখের পলকে একটি বছর গেল ঝরে

ওগো প্রিয় বন্ধু আমার,

তব জন্মদিন যেন আসে বারেবারে

 

শত কথা - শত গ্লানির হোক অবসান

অমরত্ব লাভ কর তুমি বেহেস্তের সুধা করি পান

আজি হতে শতযুগ - শতযুগান্তরে

থাকে যেন কীর্তি তোমার এই ধরার'পরে

ফিরতি টিকেট


 

নোটিশ ছাড়াই যেতে হবে

তৈরি থাকো সব সময়

নামাজ, রোযা, হজ্ব, যাকাত

পালনেই রবে খোদার ভয়

 

ফিরতি টিকেট হাতে নিয়ে

জন্ম তোমার দুনিয়ায়

ভাল আমল করলে নাজাত

বিপথ হলে চরম ভয়

 

নেহি আনিল মুনকারের কাজ

এই জীবনেই কর,

আল্লাহতায়ালা খুশি হলে

জান্নাতেই হবে ঘর

 

পাখ-পাখালি, গাছগাছালি

আকাশ-বাতাস, গ্রহ-তারা,

তাকিয়ে দেখে সকাল-সাঁঝে

খোদার গুণে মাতোয়ারা

 

দু'দিনের এই দুনিয়াতে

সবাই আমরা মুসাফির

খোদার পথে থাকলে হবে

পরকালে সুখের নীড়

 

এক সমুদ্র ইতিহাস


 

 

ভালবাসা তুমি কেতকীর ঘ্রানে

রাতের কৃষ্ণ শরীরে হাত রাখ,

অনুরাগ মৈথুনে কেন ধ্বংস খোঁজ

কেন বারবার বিবাদে বিলিন হও?

 

 

ভালবাসা তুমি এক সমুদ্র ইতিহাস

প্রেম পিয়াসির নারকীয় ক্ষুধা

তুমি হাজার শব্দের দোৎনায়

আমার চির অভিশাপ

 

 

ভালবাসা -- আমিও বিলিন হব

অনুরাগ সংকটে আমিও অভিশাপ হব,

আমিও খণ্ডিত ইতিহাসে, সন্ন্যাসী গীতে

তোমারই বুকে পদচিহ্ন এঁকে দিব


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান