ওরে চড়ুই- নজরুল জাহান
ওরে চড়ুই- নজরুল জাহান

ওরে চড়ুই উড়ুই উড়ুই

যা না উড়ে তেপান্তরে

তেপান্তরে সোনার কোঠায়

রুপোর খাটে ঘুমাবি

শীতের কাঁথা লাগবে না রে

নাতিশীতোষ্ণ চুমাবি ।

যেমনি চাবে তেমনি পাবে

নানান স্বাদের খাবার খাবে

নাকের নোলক কানের দুল

কোঁকড়া ঢেউয়ের কৃষ্ণ চুল

পড়বি নূপুর সকাল দুপুর ঝুমুর ঝুমুর নাচবি সুখে

থাকবি না রে কোনো দুখে

কুঁড়ের ঘরের চালার কোণে

থাকার প্রেমও রবে না মনে ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান