কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আজ জন্মদিন
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আজ জন্মদিন

বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮১তম জন্মদিন আজ। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনাতনে আয়োজন করা হয়েছে নাগরিক সংবর্ধনার।


হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে নিজ গ্রামে। যবগ্রাম মহারাণী কাশিশ্বরী ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন খুলনার দৌলতপুর ব্রজলাল কলেজ থেকে। এ সময় তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এর পর রাজশাহী কলেজে ভর্তি হন এবং দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। তার বাবা মোহাম্মদ দোয়া বখশ ও মা জোহরা খাতুন।


হাসান আজিজুল হক উপন্যাস, ছোটগল্প ও নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ লিখেছেন। এবারের অমর একুশে গ্রন্থমেলায় তার বেশ কয়েকটি বই প্রকাশিত হচ্ছে।
তার প্রকাশিত উপন্যাসের মধ্যে রয়েছে বৃত্তায়ন, শিউলি, আগুন পাখি; ছোটগল্পÑ সমুদ্রের স্বপ্ন : শীতের অরণ্য, শকুন, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে ইত্যাদি। নাটক চন্দর কোথায় (ভাষান্তরিত), অতলের আঁধি, কথা-লেখা-কথা প্রভৃতি। এ ছাড়া মুক্তিযুুদ্ধবিষয়ক বইয়ের মধ্যে রয়েছে একাত্তর : করতলে ছিন্নমাথা, লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান ইত্যাদি। সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে গোবিন্দচন্দ্র দেব রচনাবলি, একুশে ফেব্রুয়ারি গল্প সংকলন, জন্ম যদি তব বঙ্গে। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, সমকাল-ব্র্যাক সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার, ক্রান্তি পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান