কথাসাহিত্যে জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০১৯ পেলেন কবি ও সম্পাদক বাপ্পি সাহা
কথাসাহিত্যে জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০১৯ পেলেন কবি ও সম্পাদক বাপ্পি সাহা

সম্মাননা গ্রহনের সময়

সাহিত্যবার্তা : অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ প্রকাশিত উপন্যাস "সৃষ্টিতার উষ্ণ চুম্বন" গ্রন্থের জন্য।

মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠো বাংলাদেশ, এই শ্লোগানকে ধারন করে পল্লী কবি জসীমউদ্দীন এর কমলাপুর বাড়িতে কবিসংসদ বাংলাদেশ আয়োজন করে নবম জাতীয় কবি সম্মেলন- ২০১৯। এতে উদ্বোধক হিসেবে ছিলেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তৌফিক এলাহী,বিশেষ অতিথি কবি রাজু আলীম,ছড়াকার সিরাজুল ফরিদ, আহবায়ক আমিরুল রানা, লেখক গবেষক মোস্তাক আহমাদ,কবি বাপ্পী রহমান, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম কনক সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে কথাসাহিত্যে জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০১৯ তুলে দেওয়া হয়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান