কবিকুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম জীবনানন্দ কবিতামেলা ২০১৯। আগামী ২৫ ও ২৬ অক্টোবর ২০১৯ শুক্র ও শনিবার রাজশাহীর শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে। এবারের কবিতামেলায় কবিতায় কবি শিবলী মোকতাদিরকে কবিকুঞ্জ পদক ২০১৯ এবং অরণি সম্পাদক কবি মাহমুদ কামালকে ছোটকাগজ কবিকুঞ্জ সম্মাননা ২০১৯ প্রদান করা হবে।
এবারের জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন কবি মাকিদ হায়দার ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। মেলা উপলক্ষে দেশ-বিদেশের শতাধিক বরেণ্য কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করবেন। মেলার উদ্বোধন ২৫ অক্টোবর ২০১৯ সকাল ১০টায়। কবিকুঞ্জের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।