ছবি : অনুষ্ঠানের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জাতীয় গ্রন্থাগারে “কবিয়াল ফাউন্ডেশন”এর আয়োজনে “কবিয়াল” সাহিত্য আড্ডা ও পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।
কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু সভাপতিত্বে, অনুষ্ঠানের উদ্বোধন করেন আবৃত্তি শিল্পী ভবানী শংকর রায়,প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক হালিম আজাদ,প্রধান আলোচক কবি ও আবৃত্তিকার দীপক ভৌমিক,কবি চঞ্চল মেহমুদ কাশেম,কবি এম আর মনজু,ছড়াকার চাঁন মিয়া চান্দু, কবি ও গবেষক হুমায়ূন কবীর,সংবাদিক শাহাদাৎ হোসেন,কবিয়াল ফাউন্ডেশন এর সভাপতি এবং সম্পাদক কবি বাপ্পি সাহা,সাধারন সম্পাদক কবি মাসুদ রানা লাল,সহ-সভাপতি এম এম হাসান,মাসুদ রানা,আব্দুর রহিম,গিয়াস উদ্দিন খন্দকার।
সংগঠনের সাধারন সম্পাদক কবি মাসুদ রানা লাল এর স্বাগত বক্তব্যে প্রয়াত কবি
আল মাহমুদ,কবি রনজিৎ রায়,সুরকার বুলবুল আহমেদ স্মরনে এক মিনিট নিরবতা পালন
করা হয়।
কবিতা পাঠ ও আলোচনার পাশাপাশি কবিয়াল (কাব্যজনের প্রতিবিম্ব) সপ্তম সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।
কবিও সাংবাদিক রনজিৎ মোদক এর বই মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প এবং হুমায়ূূূন কবীর এর দুটি বইয়ের পাঠ উন্মোচন করা হয়।
কবিতা পাঠ ও গান পরিবেশন করেন পিয়ারী চৌধুরী, আরো কবিতা পাঠ করেন অপু ভূইয়া,এম ডি সেহেল, নীরব রায়হান,নূরজাহান নীরা,মাসুদ রানা,গিয়াসউদ্দিন খন্দকার,এম এম হাসান,জুয়েল রানা, নানা ভাই,খাদিজা আক্তার ভাবনা,কাজলা আক্তার সহ প্রমুখ।