এ নময়ের কবি ও কথাসাহিত্যিক আশরাফ জুয়েল । জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৭৮, চাঁপাইনবাবগঞ্জ। ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছেন এম বি বি এস, ডিপ্লোমা ইন এনেসথেসিয়া ।
পেশায় একজন চিকিৎসক, স্পেশালিস্ট, ইনটেনসিভ কেয়ার ইউনিট, ইউনাটেড হসপিটাল।
কাব্যগ্রন্থ : যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব (২০১৪), অতীতা, দুঃখরা পাখি হয়ে গেলো (২০১৫), অনুজ্জ্বল চোখের রাত (২০১৭) প্রকাশিত হয়। ২০১৭ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ "রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প"। এই গল্প গ্রন্থটি 'জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার -২০১৭' তে ভূষিত হয়।
'ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা ১৪২৪' এ ভূষিত হন লেখক।
সার্ক লিটারেচার
ফেস্টিভালে নিয়মিত আমন্ত্রিত ২০১৬, ২০১৭, ২০১৮ এ অংশগ্রহণ করে প্রবন্ধ
উপস্থাপন করেন।
ই-মেইল : ashrafjewel78@gmail.com