আজ ১১
আগস্ট। কবি অরবিন্দ চক্রবর্তীর জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে ফরিদপুরের
ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা অমল
চক্রবর্তী ও মা শ্যামলী রানী চক্রবর্তীর তিন সন্তানের মধ্যে অরবিন্দ
চক্রবর্তী প্রথম। ছাত্রজীবন থেকেই ভালোবাসেন কবিতা। সমস্ত জীবনে আঁকড়ে
ধরেছেন এই একটিমাত্র মাধ্যমকেই।
এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কবিতার বই ‘ছায়া
কর্মশালা’ (২০১৩), ‘সারামুখে ব্যান্ডেজ’ (২০১৬), ‘নাচুকের মশলা’ (২০১৮),
‘রাত্রির রঙ বিবাহ’ (২০১৯), ‘অতিচল্লিশ ইন্দ্রীয়দোষ’ (২০২০) ও ‘ছিটমহল
চিহ্নিত’ (২০২০) ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে (২০২১) ও হরিণের গায়ে চারপাশ ( ২০২১) এবং সম্পাদনা গ্রন্থ দ্বিতীয় দশকের কবিতা (২০১৬), অখণ্ড
বাংলার দ্বিতীয় দশকের কবিতা (২০১৭), একজন উজ্জল মাছ বিনয় মজুমদার (২০১৯) ও
বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা (২০২০)।
কবি মাহবুবুল
হক শাকিল
পুরস্কার (২০২০) সহ বিভিন্ন সম্মাননা
অজর্ন করেছেন ।
নিয়মিত সম্পাদনা করে যাচ্ছেন বাংলা
ভাষার পত্রিকা ‘মাদুলি’।
দ্বিতীয়
দশকের অন্যতম শক্তিশালী এই কবির জন্মদিনে আমাদের শুভেচ্ছা। কবির জন্মদিন
উপলক্ষ্যে সাহিত্যবাতার্ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।