কবি অরবিন্দ চক্রবর্তীর জন্মদিন আজ
কবি অরবিন্দ চক্রবর্তীর জন্মদিন  আজ

 

আজ ১১ আগস্ট। কবি অরবিন্দ চক্রবর্তীর জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা অমল চক্রবর্তী ও মা শ্যামলী রানী চক্রবর্তীর তিন সন্তানের মধ্যে অরবিন্দ চক্রবর্তী প্রথম। ছাত্রজীবন থেকেই ভালোবাসেন কবিতা। সমস্ত জীবনে আঁকড়ে ধরেছেন এই একটিমাত্র মাধ্যমকেই।

এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কবিতার বই ‘ছায়া কর্মশালা’ (২০১৩), ‘সারামুখে ব্যান্ডেজ’ (২০১৬), ‘নাচুকের মশলা’ (২০১৮), ‘রাত্রির রঙ বিবাহ’ (২০১৯), ‘অতিচল্লিশ ইন্দ্রীয়দোষ’ (২০২০) ও ‘ছিটমহল চিহ্নিত’ (২০২০) ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে (২০২১) হরিণের গায়ে চারপাশ ( ২০২১) এবং  সম্পাদনা গ্রন্থ দ্বিতীয় দশকের কবিতা (২০১৬), অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা (২০১৭), একজন উজ্জল মাছ  বিনয় মজুমদার (২০১৯) ও বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা (২০২০)।

কবি মাহবুবুল হক শাকিল পুরস্কার (২০২০) সহ বিভিন্ন সম্মাননা অজর্ন করেছেন ।


নিয়মিত সম্পাদনা করে যাচ্ছেন বাংলা ভাষার পত্রিকা ‘মাদুলি’।

 দ্বিতীয় দশকের অন্যতম শক্তিশালী এই কবির জন্মদিনে আমাদের শুভেচ্ছা। কবির জন্মদিন উপলক্ষ্যে সাহিত্যবাতার্ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান