কবি অরবিন্দ চক্রবর্তীসহ ২৫ লেখককে ‘বেস্ট সেলার সম্মাননা’ দিল বেহুলাবাংলা
কবি অরবিন্দ চক্রবর্তীসহ ২৫ লেখককে ‘বেস্ট সেলার সম্মাননা’ দিল বেহুলাবাংলা

 অতিথিদের হাত থেকে সম্মাননা নিচ্ছেন কবি অরবিন্দ চক্রবর্তী

চার বছরে চার শতাধিক বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বেহুলাবাংলাবই বিক্রি আরও সমৃদ্ধ করতে প্রকাশনাটি আয়োজন করে বেহুলাবাংলা বেস্ট সেলার বইসম্মাননা ২০১৯বেহুলাবাংলা থেকে এবারের বইমেলায় প্রকাশিত কবি অরবিন্দ চক্রবর্তী  (সম্পাদিত)  অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতাগ্রন্থসহ ২৫টি বইয়ের লেখকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুল কাদেরসভাপতিত্ব করেন কবি আলমগীর রেজা চৌধুরী

সম্মাননায় ভূষিত অন্য লেখকরা হলেন বাছাই কবিতাগ্রন্থের জন্য কবি ওবায়েদ আকাশ, ‘অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা’ (সম্পাদিত) গ্রন্থের জন্য কবি অরবিন্দ চক্রবর্তী, ‘সুবাসিত শব্দের ঘুমঘোরকাব্যের জন্য মাহফুজ আল হোসেন, ‘ডোমকাব্যের জন্য গিরীশ গৈরিক, ‘উল্টোজলে কাটছি সাঁতারকাব্যের জন্য কুশল ভৌমিক, ‘ক্রোমাটিককাব্যের জন্য নূর কাদের, প্যালিনড্রোম কবিতার গ্রন্থ কথা থাকএর জন্য ফরিদ উদ্দিন, ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিককাব্যের জন্য মীর রবি, অনুবাদ কবিতাগ্রন্থধ্রুপদী উর্দু কবিতার জন্য জাভেদ হুসেন, ‘উনিশ মেউপন্যাসের জন্য সাইফুল ইসলাম, ‘জলঘুঙুরউপন্যাসের জন্য ম্যারিনা নাসরীন, ‘অমৃত অর্জনউপন্যাসের জন্য সোনালী ইসলাম, ‘বালক ও বুলেটউপন্যাসের জন্য আলী প্রয়াস, ‘করতালির দায়উপন্যাসের জন্য অমল রজক, ‘বাবার কেবলই রাত হয়ে যায়উপন্যাসের জন্য সাজ্জাদ খান, ‘আমাকে ধরিয়ে দিনউপন্যাসের জন্য কায়সুল মোমেন কাকন, ‘অতীত একটা ভীনদেশগল্পগ্রন্থের জন্য মোজাফফর হোসেন, ‘কাহারো জীবনে নাহি সুখঅণুগল্পগ্রন্থের জন্য মাসুম মাহমুদ, ‘মাড়ভাতের গল্পগ্রন্থের জন্য মাহফুজ রিপন, ‘আইসিইউ বেড নম্বর নাইনগল্পগ্রন্থের জন্য মোক্তার হোসেন, ‘এলিয়েনের সঙ্গে আড্ডাগল্পগ্রন্থের জন্য রনি রেজা, আবৃত্তি কর্মশালা বিষয়ক সহায়ক গ্রন্থ কাব্যকল্পএর জন্য আহমেদ শিপলু, শিক্ষা বিষয়ক বই বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্যএর জন্য হাবিব তারেক এবং চিকিৎসা বিষয়ক গ্রন্থসুস্থতায় ব্যায়ামএর জন্য উম্মে শায়লা রুমকী

প্রকাশনীর পক্ষ থেকে সম্মাননাপ্রাপ্ত সব লেখকের হাতে সম্মাননা স্মারক এবং বই তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিঅনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেহুলাবাংলা প্রকাশনীর প্রকাশক চন্দন চৌধুরী

স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমরা চার বছরে চার শতাধিক বই প্রকাশ করেছিসেই চার শতাধিক বইয়ের মধ্য থেকেই বাছাই করা হয়েছে এই ২৫টি বেস্ট সেলার বইআমরা বিভিন্ন সময়ে দেখেছি যে লাইব্রেরিতে এখন বই বিক্রি কমে গেছেকিন্তু বইমেলাতে যেহেতু সবার অংশগ্রহণ থাকে, তাই বইমেলা কেন্দ্র ধরে এ মেলায় বইগুলো কেমন বিক্রি হয়েছে, কোন বইগুলোকে পাঠক বেশি প্রাধান্য দিয়েছে, সেসব দিক মাথায় রেখেই নির্বাচন করা হয়েছে এ বইগুলো

স্বাগত বক্তব্যের পর দর্শক হৃদয়ে দোলা দিয়ে যায় মিষ্টি কিছু কবিতাএসময় নির্মলেন্দু গুণের ক্ষেতমজুরকবিতাটি পাঠ করেন কবি কুশল ভৌমিকস্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহফুজ আল হোসেন, মাহফুজ রিপন এবং আহমেদ শিবলুকবিতার আসর শেষ হতেই গুণী লেখকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং শোনা হয় তাদের অনুভূতি ও লেখালেখির গল্প

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ এবং লেখালেখির গল্প বলতে এসে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক ও কবি জুয়েল মাজহার বলেন, আমি লিখতে খুব ভালো পারি না এই বিশ্বাস আমার প্রবলকিন্তু কবিতা লেখাকে এক ধরনের পাগলামি বা রোগ যদি বলি, তবে বলতে হয় এই রোগ আমি বহন করছি প্রায় চার দশকবিষ্ণু দের একটা কবিতা পড়েছিলাম, সেখানে একটা নিষেধাজ্ঞা ছিল, তিনি কবিতা লিখতে না করেছেন তরুণদেরআমি কৈশরে নিরুদ্দেশ যাত্রা করেছিলাম এবং এই সময় আমার জীবনের একটা দীর্ঘ সময় পার হয়েছে পাহাড়ে ও স্টেশনে 

লজিং থেকেছি দীর্ঘকাল এবং ভবঘুরে হয়ে বিভিন্ন রকম পরিবেশে আমার জীবন কেটেছেআমি এর মধ্য থেকেই কবিতাকে ভালোবেসেছিলাম কখন জানি নাতবে এখন মনে হচ্ছে কিছু প্রাপ্তি হয়তো যোগ হয়েছে আমারএর পেছনে আমার বন্ধুদের অবদান আছে এবং আমার আগে মাইকেল মধুসূদন থেকে শুরু করে যারা লিখে গেছেন বিভিন্ন সময়ে বাংলা ভাষায়, যদিও আমার সে যোগ্যতা নেই, তবুও আমি এখন তাদের রিলে রেসের কাঠি বহন করছি

তিনি বলেন, আমার ভ্রমণের তৃষ্ণা যেমন, তেমন ভাষার ভেতরও আমার ভ্রমণের তৃষ্ণা ছিলসেজন্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মধুরতা আমি চেখে দেখতে চেয়েছি নিজের ক্ষমতা অনুযায়ীএজন্য কবিতা লেখার পাশাপাশি কিছু অনুবাদও করেছিসেজন্য অল্পবিস্তর পড়াশোনাও করেছিলামএগুলোর সম্মিলিত ছাপ আমি আমার ভেতর লক্ষ্য করিকবির কাজ হচ্ছে মৃত শব্দকেও জাগিয়ে তোলাকবিতা ভাষার মধ্যে নতুন রক্ত সংবহন করেভাষা যখন মৃত হয়ে যায়, তখন কবিতাই সাহিত্যের একমাত্র ভাষা, যা ভাষাকে নতুন করে জীবনদান করে, জীয়নকাঠি ছোঁয়ায় 

বই ভালোবাসা মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আসলে নিজের জন্য লিখি এবং একদমই অন্যের কথা ভেবে লিখি নাআমার নিজের ভেতরের যে প্রণোদনা, রক্তের স্পন্দন, হৃদয় স্পন্দন থেকে লিখি এবং সেটি কোনো কারণে হয়তো অন্যকে স্পর্শ করেআমার জীবনে এটি অনেক বড় প্রাপ্তিএভাবে আমার কবিতা যাদের স্পর্শ করেছে, এই ব্যস্ত সময়ে এখনো যারা বই পড়েন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি

আয়োজনে অন্য লেখকরাও মঞ্চে এসে তাদের অনুভূতি ব্যক্ত করেনকথা বলেন নিজেদের বই প্রসঙ্গে, লেখার গল্প নিয়েতারপর কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমদাদুল হক মিলন

তিনি বলেন, লেখকদের যে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারলে আমার ভালো লাগেআজকের এই সন্ধ্যাটা আরও জনপ্রিয় কারণ এখানে ২৫ জন জনপ্রিয় বইয়ের লেখক রয়েছেনসম্প্রতি এই প্রকাশনা মুক্তিযুদ্ধের উপর ৭১টি উপন্যাস প্রকাশ করেছে যা সত্যিই প্রশংসনীয়আজ যারা সম্মাননা পেলেন, যাদের বইগুলো বেস্ট সেলার হয়েছে, অবশ্যই ভালোকিন্তু এটা ভালো হয়েছে বলে ওরকম দ্বিতীয় বই আর লেখার প্রয়োজন নেইএরপরের বইটি অন্যরকম করে লিখুনরিপিটেশন যেন লেখায় না হয়এটি আপনাদের অগ্রজ হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধআপনারা লেখাকে ভালোবাসুন, আপনার নিজের অজান্তেই একটি ভালো লেখা হয়ে যেতে পারেকেননা ভালোবাসলে সব হয়

এসময় তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন বই নিয়ে আলোচনা ও নিজের লেখা নিয়ে স্মৃতিচারণ করেনএকই সঙ্গে আমাদের প্রকাশনা যখন এক ধরনের হুমকির মুখে, তখন এই সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বেহুলাবাংলা প্রকাশককে ধন্যবাদ জানান

বিশেষ অতিথির বক্তব্যে ড. আব্দুল কাদের বলেন, জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মূল্যায়ন করাবই লেখার মাধ্যমে আজ যারা স্বীকৃতি পেলেন, তারা মূল্যায়িততাদের অভিনন্দন

সবশেষে সভাপতির বক্তব্যে কবি আলমগীর রেজা চৌধুরী বলেন, যারা আজ সম্মাননা পেলেন, সাহিত্যে তাদের দায় বেড়ে গেলোআপনারা শিল্পের স্বার্থে, কবিতার স্বার্থে, উপন্যাসের স্বার্থে এই দায় বহন করবেন বলেই আমরা আশা করি

সূত্র: বাংলানিউজ


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান