কবি আয়েশা মুন্নির জন্মদিন আজ
কবি আয়েশা মুন্নির জন্মদিন আজ

এ সময়ের কবি আয়েশা মুন্নি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্ব মলিয়াইশ গ্রামের ঐতিহ্যবাহী ধন মিয়ার বাড়ি (আয়েশা করিম মুন্নি)'  পৈত্রিক নিবাস।পিতা ফজলুল করিম ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী।মা চশমেজাহান। দুই ভাই পাঁচ বোনের মধ্যে তিনি কনিষ্ঠবোন।ব্যক্তি জীবনে স্বামী মোঃ জামশেদ আলম,কন্যা ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র ফাইয়াজ আলম প্রাচুর্য কে নিয়ে তাঁর সংসার।

 

কবিতা লেখালেখি আয়েশা  মুন্নির প্রাণশক্তির আরাধ্য আকাশ।"নীলাভদূরত্ব (কবিতা), স্বপ্নশব ( কবিতা), অমরাবতীরকথা ( গল্প), ইচ্ছেকরে আকাশছুঁতে (শিশুতোষ ছড়া), গল্পেগল্পে স্বরবর্ণ (শিশুতোষগল্প), কয়েন (শিশুকিশোর গল্প) ইত্যাদিগ্রন্থ সহ  দেশবিদেশে তারপ্রায়দুই শতাধিকেরবেশি প্রকাশনা রয়েছে।

 

আয়েশামুন্নি' পুরষ্কারসম্মাননার মধ্যে রয়েছে:

*খবরিকা পত্রিকার উনিশ বছর পূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্ যগুণীজন সম্মননা স্মারক ২০১৮।

মিরসরাই, চট্টগ্রাম।

*সমতটের কাগজের বর্ষপূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন  সম্মাননা ২০১৮। কুমিল্লা।

*জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্যে বিশেষভূমিকা পালনের জন্য বিশিষ্ট কবি সম্মননা ২০১৮।ঢাকা।

*বিচারপতিএসএম মুজিবর রহমান সাহিত্য সম্মাননা স্মারক ২০১৮। সুপ্রীমকোর্ট, ঢাকা।

*কবি আব্দুল হাই মাশরেকী সাহিত্য সম্মাননা ২০১৯।জাতীয় কবিতামঞ্চ।

*একুশে স্মারক সম্মাননা ২০১৯।ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল।চট্টগ্রাম।

 

Vocational Excellence Award - 2019 For the patriotism & dedicated effort in Bangla Poem. Rotary Club of Metropoliton Sylhet.

 

*শতবর্ষ রবীন্দ্র স্মরণোৎসব কবি সম্মাননা (১৯১৯- ২০১৯)(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সিলেট আগমনের একশত বছর পূর্তি উপলক্ষে) পরিবার লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান